পূর্বপরিচয়হীন একটি কোকিল কাহিনী
একটি কোকিল উড়ে বসল আমার ডান হাতে
পোষা টিয়ে পাখিটার মত
বাম হাতকে আমি তখন কি করে বলব যে
তার সাথে আমার কোনো পূর্বপরিচয় নাই!
একথা কি বিশ্বাস করবে ওপাড়ার লোকে!
আমিও তো তথাগত
পুঁজিবাদীর বাড়িতে দাওয়াত খাই;
যার সাথে আমার বিশ্বাসের কোনো মিল নাই!
এখন ওই কোকিলটাকে বিক্রি করব
উচ্চবিত্ত বন্ধুর প্রেমিকার কাছে- বারিধারায়
সবজি বিক্রেতা যেমন পালং শাক বিক্রি করে
ভ্যানে নিউ ইস্কাটনের মৃদুমন্দ ছায়ায়;
ডান হাত আর বাম হাতকেও বিক্রি করা যায়-
গণতন্ত্রের মত, কোকিলটি এখন বাম হাতে
ডান হাত চিরকাল আমাকে লোভ দেখায়
তাই আমি কিঞ্চিত থতোমতো
বাম হাত তখন উড়তে থাকে- হাওয়াদের মত।






এখানে আপনার মন্তব্য রেখে যান