বৈশাখে রচিত পঙক্তিমালা
বৈশাখী বাতাসে স্পর্শের উত্তাপ
লাল শাড়ি, কপালে আলপনা টিপ
গান্ধর্ব প্রণয়, নিবেদনের প্রতীক্ষা…
পাশেই বালিকাশ্রম, বঁধুদের মেলা
আর এক প্রাচীন বৃক্ষের হাতছানি…
কত যুগ থেকে ভেসে আসো তুমি!
দখিনা বাতাসে রঙিন কাচের চুড়ি
বুকের গহনে ডাকে ডাহুক—
প্রথম স্পর্শে লাজুক শিহরণ!
২
আমার বান্ধবী সকাল-সন্ধ্যা কপালে টিপ পড়ে
হাতে আঁকা, কখনো আলপনা, কখনো কুমকুম
আর কোনো গয়না পড়ে না, টিপ তাঁর অলঙ্কার
রোজ তাই মেয়েটাই যত্ন করে টিপ পড়ে কপালে।
৩
যৌথ-মিলনের ভঙ্গি, আমরা হেঁটে যাই, ভেসে যাই
সঙ্কুচিত দৃষ্টিসীমা নিয়ে কতদূর আর যাওয়া যায়!
একদিন ঠিক বেরিয়ে পড়ব নতুন পৃথিবীর খোঁজে
হারানো সকালগুলো কুড়িয়ে নেব নুড়ি পাথরের
মতো— তুলে নেব পাখির ডানায় বাতাসের নেশা
সীমাহীন স্বপ্ন আর কল্পনায় মানুষ কী বেশি বাঁচে!
মুছে গেলে বাস্তব সত্তা— খুলে যায় অনন্তের পথ…






এখানে আপনার মন্তব্য রেখে যান