থানা শহরের কবিতা
মেহেদী চাষের দিনে আমারে ডাকিও তুমি…
ঝিঙা ফুল ফুটেছেন উঠানে উঠানে
হলুদ বরণ…
তোমাদের বাসা থেকে নদী দেখা যায়…
গ্রামগুলো মিশেছেন
চোখের ছায়ায়…
ফুলেরা ফুটেন
নানা রূপে
নানা অভিধায়
পাখিগুলো গ্রাম থেকে আসেন শহরে…
তোমাদের গাছগুলো চিনেন আমাকে…
পাখিগুলো
ফুলগুলো
ডেকে যান রোজ…
ইচ্ছে বড়ো মনে
কোনো এক ঝিঙে ফোটা দিনে
তোমার শহরে আমি বসতি গড়িবো..






এখানে আপনার মন্তব্য রেখে যান