পথ ও পথিক
১
স্টেশন মানেই ট্রেন ? ট্রেন মানে গন্তব্যের ঘ্রাণ ?
না, তা নয় , গল্পগুলো পড়
ওভাবে হয়না
কেউ চাইলেও লিখতে পারেনা
আঁকতে পারেনা গন্তব্যের সুখ
কখনও কখনও পথেরও মৃত্যু হয়
গন্তব্যের পরশ বিহীন
৩
পথ’র গল্পে আর্তনাদ নেই ভাঙনের
নাই তার কোনো ক্রন্দন
পথ’রা জমায়না কভু নিজের গল্প
পথিকেরা জমা করে হাজার হাজার
৪
পথ বেঁকে গেলে
ষড়যন্ত্র ভাবতেই হবেনা তোমার
খুঁজে দেখো
কোনো এক বর্ষার আঘাতে
অথবা ভূমিকম্পের নিষ্ঠুরতা দেখে
সে কৌশলী হয়েছিল তোমাকে বাড়িতে নিয়ে যাবে বলে ।
পথের নিয়ত নিয়ে প্রশ্ন করে লাভ নেই
তুমি ঠিক করে রাখো তোমার নিজের ।






এখানে আপনার মন্তব্য রেখে যান