পহেলা বৈশাখ
গ্রীষ্মের জানালায় ঢেউ তোলে কাঁচা আমের গন্ধ,
পেয়ারা পাতায় কোকিলের ডাক, নরম এক সুর।
রজনীগন্ধা ভেসে বেড়ায় বাতাসের প্রান্তরে,
পর্দার ফাঁকে জেগে ওঠে পাখার কবিতা।
হারমোনিয়ামের ঝরাপাতার মতো সুরে
রবীন্দ্রনাথ হাঁটেন বিকেলের গানে,
একটা সাদামাটা ফ্রক, নির অলংকারের ঐশ্বর্য,
হেয়ার ব্যান্ডে বাঁধা ছিল শৈশবের রাজ্যপাট।
সকালের প্রদীপ থেকে বিকেলের হালখাতা,
ঠোঁটে ঠান্ডা পানীয়র প্রথম চুমু
মিষ্টির প্যাকেটে লুকানো ছিল এক পৃথিবী।
ছিল না পিজ্জা, না কোনো বিদেশি স্বাদ,
তবু আনন্দ ছিল সীমান্ত পেরোনো নদী।
সেই সময় ছিল নির্ভার এক আকাশ,
যেখানে শিশিরও গাইত বৈশাখের গান।






এখানে আপনার মন্তব্য রেখে যান