রৌদ্র অহংকার

ভাসমান যে জীবন রাত কুয়াশায় নীরবে 

হারিয়ে গেছে মেঠো চাঁদ ডোবা অন্ধকারে 

হিজলের বনে 

সেই নুয়ে পড়া ম্রিয়মান জীবন খুঁজি না আর

 নদীর আঁচলে ;

পাখি ডাকা ভোরের নরম গন্ধ নিয়ে পুবের

 জানালায় যে নূতন দিন উড়ে আসে 

তার থেকে কুড়িয়ে নিই 

বেঁচে থাকার রৌদ্র অহংকার l

আকাশের আয়নায়

মধ্য রাত্তিরে বুকের মধ্যে ডানা ঝাঁপটায়

রাত জাগা মন পাখি 

তার  চোখে,আহত ডানায়  লেগে থাকে

বিন্দু বিন্দু অশ্রু জল ;

 আধেকলীন ঘুমের মধ্যে আমি   কেঁদে কেঁদে

 চিৎকার করে ডাকি –

 ‘ইরাবতী ইরাবতী ‘

 সেই কান্না ধ্বনি প্রতিধ্বনিত হয়ে 

ফিরে ফিরে আসে নিরালা মাটির দুয়ারে   ;

 আমাকে কেন যে রোজ কান্নার জলে ভাসায়

  হারিয়ে যাওয়া  প্রথম প্রেমিকা

কিশোরী শ্যামলা মেয়ে ইরাবতী ;

 আমি এখনও তার টলটলে

 রৌদ্র ধোওয়া মুখ খুঁজি আকাশের আয়নায় l


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending