লম্পটের খেউড়গীত

ভুলে যাওয়া বিকেল বিকেল
আর তারদিকে তাকিয়ে,আমিও ক্রমে ঘুঘু
তিন মুঠো ভাতেই খুশি তারা
আর যা কিছু নাতিশীতোষ্ণ
সরীসৃপের কামনা বাসনায়
ধারণ করেছি ঋতুচক্র প্রতিটা কোষে
আর ভারী-ভারী বুকের খিদে
এই বুঝি এলো সেই ছেলে জল সারাতে
আর আমরা পিপাসাকে মুঠোয় নিয়ে
অপেক্ষা করছি তো করছি
লিচুরা ফুরালো কালে কালে
দেশি আমদের খতম করো আগে
আকন্ঠ মদ গিলে
মুখে মিষ্টিপান দিয়ে
সোজা ভাবে হেঁটে যাও গটগটিয়ে
ওখানে ছোট্ট ভাড়াবাড়ি
ঘন্টার হিসাবে বিকোয় আদর ও অভিনয়
ওয়ান শট,টু শট
কিংবা হোল নাইট
একে একে অভিনেতা অভিনেত্রী
ল্যাটেক্সগন্ধী ঘুম
আর চটচটে শিশ্ন
বেশ্যার গায়ে ফলিয়ে আসা
পুরুষতান্ত্রিক অক্ষম ট্যাটু
আহা… উড়ে যায় চিল
উড়ে যায় দিল
আগুন লেগেছে ভেতরের ভাগাড়ে
ধোঁয়ায় ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ
নাক মুখ দিয়েও শ্বাসকষ্ট ফুটে ওঠে
হাঁ গালে টলটলে বিশ্বরূপদর্শন


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending