পিরিতি
যে ভাবে মানুষখেকো বাঘিনী তার মড়ি আগলে রাখে
সে ভাবেই থেক।
জল ও পিপাসা, জেলে ও নদী যদি পাশা পাশি বসে
তবে
কখনো আউট্রাম ঘাটে বাঘিনী ও মড়ি পাশা বসে বাদাম ভাজা খাচ্ছে দেখলে কেউ চমকে যায়না যেন।
ধুতুরা বালক
হ্রদ
হ্রদ ওহে হ্রদ
তোমার পাশে দু’দন্ড দাঁড়াব।
জল
ওহে জল আমার জিহ্বায় হও নত
হ্রদের সন্নিকটে, আল্প নিচুতে, যে আগত
তাকে দেখ।
পথ
ওহে পথ গাঢ় ও ধুসর, ক্লান্ত খরতর
আমাকে হ্রদের দিকে নিয়ে চল।
মথ
ওহে মথ দু’পাশে ডানা মেলে বস।
মুখের ওপর স্থাপিত কর চোখ।
আকাশে উড্ডীন যেন পাখির পালক।
কমল
হে ব্রক্ষ কমল! প্রস্ফুটিত হও! জল স্থল!
১০৮ বার পদ্ম ফোটাব ৩২৪ ঘায় তালুর আগায়।
বরফ
আহা বরফ! ওহে তুহিন শাবক
সমস্ত হাত, সমস্ত চোখ, মুখমন্ডল ও বিবর
বরফে বরফে ঢেকে যাক সকল শোক
যেন ডিসেম্বরের মানস সরোবর…
দেখ কেমন নিস্তেজ শায়িত মৃতবৎ এক ধুতুরা বালক।





এখানে আপনার মন্তব্য রেখে যান