অন্তর্হীন যন্ত্রশব্দে একাকী আমি
ক্লিক… ক্ল্যাং… টিক টিক
জীবন এক মেকানিকাল কবিতা।
আকাশ এখানে নীল না,
স্ক্রিনের আলোয় চোখ ধাঁধায়
নীল মানে RGB কোড।
চারপাশে নিয়মিত অপারেশনের শব্দ,
মানুষেরা এন্ট্রি ডেটা হয়ে যাচ্ছে দিনে দিনে।
আর আমি?
একটা ‘ফিল্টারবিহীন ফ্রেম’,
অতীতের কোনো অডিও ক্লিপে আটকে আছি।
সুখ
একটা এলগরিদম যা আমায় বাইপাস করে চলে যায়,
যেন আমি কোনো ব্যতিক্রমী ভেরিয়েবল।
“আপনি আমাদের মানদণ্ডে উপযুক্ত নন”
এই তো সিস্টেম ম্যাসেজ!
তবুও প্রতিদিন উঠে দাঁড়াই,
ডিজিটাল ছায়া মুছে
হাতে আঁকি রক্তমাংসের কল্পনা।
একটা বাস্তব জগতের খোঁজে,
যেখানে কফির ধোঁয়া মানে উষ্ণতা,
না যে কেবল পিক্সেলড স্টিম।
তুমি যদি একদিন আসো—
সমস্ত যন্ত্রের জগৎ পেছনে ফেলে,
তাহলে দেখবে,
এই কবিতা আসলে আমি নিজে।






এখানে আপনার মন্তব্য রেখে যান