পূর্ব লন্ডনের ঐতিহাসিক বাংলা টাউনে অবস্থিত দর্পন বুক ক্লাবে ১৪ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হলো শিকড় আয়োজিত কাব্যসন্ধ্যা।
ব্যস্ত মানুষগুলো প্রাণের টানে ছুটে এলো এই আসরে।শিকড় এর মাসব্যাপী রজতজয়ন্তী উদযাপনের একটি অংশের আনন্দঘন অনুষ্ঠান ছিলো এই কাব্যসন্ধ্যা।
আসলে বাংলা ভাষা বিশ্বময় ছড়িয়ে আছে স্বীয় মাধুর্য্যে।যদি অ থেকে চন্দ্রবিন্দু সহযোগে বাংলা ব্যাকরণ হয় ভাষার ভূখণ্ড, তবে ভাবের লালিত্য মথিত পত্র পুস্প প্রাণ হলো সাহিত্য।
বাংলা ভাষার মতো ই কোমল বাংলার মানুষ। বিভুঁইয়ে ছড়িয়ে থাকা বাঙালীর হৃদয়তন্ত্রীতে নিয়ত বেজেই চলে বাংলা ভাষার ধ্বনি,স্বর,ছন্দ।

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বুকে কি অসামান্য দৃঢ়তায় বাংলা সাহিত্য ডালপালা বিস্তার করেছে! এখানে প্রতিনিয়ত চাষাবাদ চলে বাংলাসাহিত্য সংস্কৃতির। আর নিয়মিত পরিচর্যার এই কাজটি নিষ্ঠার সাথে পালন করছে শিকড় এবং গ্লোবাল পোয়েটস এন্ড পোয়েট্রি নামের দুটি প্রতিষ্ঠান। যাদের লক্ষ্য বাংলা ভাষাভাষী কবিদের সাথে বিশ্বসাহিত্যের চিরায়ত ও সমকালীন কবি সাহিত্যিকদের মেলবন্ধন নির্মাণ।
দীর্ঘ পঁচিশ বছরের সাহিত্য চর্চার এক সমৃদ্ধ ইতিহাস রয়েছে এই প্রতিষ্ঠানটির। শিকড় ও গ্লোবাল পোয়েটস এন্ড পোয়েট্রি প্রতিষ্ঠান দুটো যার হৃদয় নিংড়ানো ভালোবাসায় গড়া তিনি হলেন কবি ফারুক আহমেদ রনি। বাংলা সাহিত্যপ্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় ও উজ্জ্বল একটি নাম কবি ফারুক আহমেদ রনি।
তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের ফলে শিকড় আজ পঁচিশ বছরের এক যৌবনদীপ্ত যুবক।
রজতজয়ন্তী কে কেন্দ্র করে চলছে সাহিত্যের বিভিন্ন ধরনের আয়োজন। তারই ধারাবাহিকতায় দর্পন বুক ক্লাবে আয়োজিত হলো একটি মনোজ্ঞ কাব্যসন্ধ্যা।

অনুষ্ঠান টি সাজানো হয়েছিলঃ:সভাপতি : কবি ফারুক আহমেদ রনি ( প্রতিষ্ঠাতা, শিকড় এবং গ্লোবাল পোয়েটস এন্ড পোয়েট্রি), বিশেষ অতিথি : কবি এবং গল্পকথক শামীম আজাদ ( বাংলা সাহিত্য) এবং কবি স্টিফেন ওয়াটস( ইংরেজি সাহিত্য). সঞ্চালনা : কবি কাবেরী মুখার্জি।সম্মানিত কবি যারা অংশগ্রহণ করেছিলেন শামীম আজাদ,ফারুক আহমেদ রনি,। গোলাম কবির, আতাউর রহমান মিলাদ, মজিবুল হক মনি, দিলু নাসের,মাসুক ইবনে আনিস, স্টিফেন ওয়াটস, ডেভিড লী মর্গান,জন স্নেলীর,জেনিফার জনসন, ইকবাল হোসেন বুলবুল,মোহাম্মদ ইকবাল, শামীম আহমেদ,মোসাইদ খান,আজিজুল আম্বিয়া,একে এম আব্দুল্লাহ,ফয়জুর রহমান ফয়েজ,কাবেরী মুখার্জি,উদয় শংকর দুর্জয়, ধনঞ্জয় পাল, নীলা নিকি খান, হাফসা ইসলাম, দিলরুবা ইয়াসমিন রুহি, বদরুল চৌধুরী,নাজিম উদ্দীন, সাদিকা সিদ্দিক, সালমা বেগম, তাসনিয়া আহমেদ রূপন্তী
কবিকন্ঠে কবিতা আবৃত্তি ছিলো অনুষ্ঠানের অত্যন্ত আকর্ষণীয় অংশ। কবি ফারুক আহমেদ রনির বাংলা ও ইংরেজি দুটো কবিতা পাঠ করেন যথাক্রমে আবৃত্তিকার স্মৃতি আজাদ ও সায়মন ক্যাম্পসন।

১৯৯৮ সালে বিলেতের কিছু বাঙালী তরুণ শিকড় নামের এই সাহিত্য চর্চার চারাগাছ টি রোপণ করেন। কালক্রমে বাংলা সাহিত্যের পাশাপাশি বিশ্বসাহিত্য চর্চার একটি কেন্দ্রবিন্দু তে পরিনত হয় শিকড়।
এর কল্যাণে বাংলার কবিতা, গান, নাটক, অনুবাদ, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী সহ নানামুখী লেখা প্রকাশিত হচ্ছে।তাছাড়া নবীন ও প্রবীণ লেখকদের মধ্যে ভাব ও মতামত আদান-প্রদানের মাধ্যম হিসেবে শিকড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পত্রিকা প্রকাশ থেকে শুরু করে নিয়মিত সাহিত্য আয়োজন, সাহিত্য সভা, পাঠচক্র, বইমেলা, অনলাইন সাহিত্য আয়োজন সহ বিশেষ দিনগুলোতে প্রকাশিত হচ্ছে বিশেষ সংখ্যা।
রজতজয়ন্তী উপলক্ষে লন্ডন, ঢাকা ও কলকাতায় চলছে সাহিত্যের বিভিন্ন ধরনের উদযাপন।
সময়ের সাথে সাথে বাংলার পাশাপাশি বিশ্বের সকল ভাষার সাহিত্যানুরাগী ও লেখকদের হৃদয়ে শিকড় আরো নিবিড়ভাবে প্রোথিত হোক। এভাবে শিকড় স্বমহিমায় উজ্জ্বল হয়ে আলোকিত করুক দশদিক।

সাদিয়া নাজিব
সহকারী সম্পাদক, ( শিকড় ও গ্লোবাল পোয়েটস এন্ড পোয়েট্রি)
ঢাকা, বাংলাদেশ।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending