দুঃখের কোলাজ
প্রতিরাতেই তোমার নাম ধরে ডাকি
অন্ধকার ও নিঃশ্বাসের মাঝ বরাবর
নির্মাণ করি পথ।
প্রতিরাতেই দ্বিখণ্ডিত করি
ইচ্ছে ও অনিচ্ছার পালক সুতা
খোলে রাখি দুঃখের কোলাজ।
প্রতিরাতেই তোমাকে খোঁজি
খুঁজতে খুঁজতে হারিয়ে যাই
তোমার হারিয়ে যাওয়া মুখের মতো।
দুঃখের কোলাজ
প্রতিরাতেই তোমার নাম ধরে ডাকি
অন্ধকার ও নিঃশ্বাসের মাঝ বরাবর
নির্মাণ করি পথ।
প্রতিরাতেই দ্বিখণ্ডিত করি
ইচ্ছে ও অনিচ্ছার পালক সুতা
খোলে রাখি দুঃখের কোলাজ।
প্রতিরাতেই তোমাকে খোঁজি
খুঁজতে খুঁজতে হারিয়ে যাই
তোমার হারিয়ে যাওয়া মুখের মতো।
Subscribe to get the latest posts sent to your email.
এখানে আপনার মন্তব্য রেখে যান