ঈশ্বর ও প্রেমিকের সংলাপ ০৩
আমি ঈশ্বরকে বললাম—
আমাকে জীবন দাও;
তিনি আমাকে পাঠিয়ে দিলেন ধুলোর পৃথিবীতে।
অথচ আমি চেয়েছিলাম জীবন—
তিনি দিলেন শুধুই জীবনযাপন।
আমি বললাম—আমি বাঁচতে চাই;
তিনি দিলেন স্ত্রী আর সন্তান।
কিন্তু আমি চেয়েছিলাম নিজেকে নিয়ে বাঁচতে—
তিনি দিলেন দায়িত্ব আর বিপন্ন ভালোবাসা।
বললাম—আমার একা থাকা দরকার।
তিনি রাত এনে বললেন— এই নাও একাকিত্ব!
অথচ আমার ভিষণ ভয় অন্ধকারে…
আমি বললাম—সৌন্দর্য বহুদিন দেখিনি।
তিনি নারীর সামনে দাঁড় করালেন।
অথচ নারী মুখোশের আড়ালে ডাইনি;
সভ্যতার বিভীষিকা!
বললাম—
আমি ক্লান্ত, আমার একটু বিশ্রাম দরকার।
তিনি আমাকে শুইয়ে দিলেন কবরে—
অথচ আমি তো মহাকাল দেখে যেতে চেয়েছিলাম!
সবশেষে বললাম—হে মহামান্য ঈশ্বর;
সবচেয়ে ভয়ানক জন্তুটা আমাকে দেখাও;
তিনি আমার সামনে আয়না ধরে বললেন—
দেখো;দেখো—
আমি অবাক না হয়ে পারলাম না!






এখানে আপনার মন্তব্য রেখে যান