
রূপান্তরে বেঁচে থাকা
শীতের কুয়াশায় হাঁসেরা যখন নেমেছিল, নুড়িদের লেগেছিল খুব।
ক্ষত নিয়ে ওরা নেমে পড়েছিল জলে শামুক-ঝিনুক এর সাথে।
মাছেরা সখি হয় সখ্যতা বাড়ে। এমনই আরো অনেককিছু।
এসব গল্প ঘুরপাক খায় জলের ঘূর্ণিতে তখন প্রত্ন রহস্যের জট
খুঁজে ফেরে শৌখিন কিছু জলচর জীব!
যদিও মাছ বা হাঁস কেউ কারো প্রতিবেশী নয়।
ওদের বাসস্থানও এক নয়। ঝিনুকও ওদের খাদ্য নয়।
তবুও নিছক খেলাচ্ছলেই নিহত হয় ঝিনুকের গর্ভে থাকা মুক্তোগুলো।
ছড়িয়ে থাকে জলের অতলে। মুলতঃ নুড়িরই জন্মাতর ঘটে
মুক্তোর মাঝে অবিছেদ্য সম্পর্কে।






এখানে আপনার মন্তব্য রেখে যান