ফুলচাষী
একটা সুবাসিত দুর্লভ ফুল ফোটে
বহুদিন পর
নিদারুণ দক্ষ হয়ে ওঠে কাঁটা
আন্তরিক পরিচর্যা’র আলো জল ব্যর্থ হয়ে যায়
স্বপ্নের পাপড়ি একটা একটা করে ঝরে পড়ে
মোহভঙ্গের কর্কশ চৌচির জমিন জুড়ে
আবার কবে ফুটবে ফুল কে জানে
কুটিল কীটের ক্যান্সার এখানেও বাসা বাঁধে
জন্মের সহজাত সঙ্গী হয়ে
ধনধান্যে ভরা সাহসের সোনার তরীও
ডুবে মরে
শোকের মাতম যেন অরণ্যরোদন
ফুলচাষী তবু হাল ছাড়ে না
ফলায় ফুলফসল
ধন্বন্তরি ঔষধি কীটনাশক তার হালে হাতিয়ার
আর তাই
মৌ মৌ গন্ধে ভরে ওঠে আকাশ বাতাস






এখানে আপনার মন্তব্য রেখে যান