শিক্ষিত
অনাদি কেবিনের কোণার টেবিল
অফিস ফেরত সমাগম
চপ, কাটলেট চুমুর পর
তুমি বলে উঠলে –
সুখ বড় চঞ্চল, বুঝলি
কখন, না থেকেও থাকে,
আবার কখন থেকেও থাকে না।
দুঃখ ঢের ভালো
কখন, আচমকা ছেড়ে যায় না
যেতে যেতেও শিখিয়ে দিয়ে যায় ।
সেদিনের পর থেকে
আয়ুর দীর্ঘ সিঁড়ি বেয়ে
সুখের থেকেও দুঃখ কে
বেশি করে আপন করেছি ।
অনুশোচনার তকমা মিটিয়ে
আমি শিক্ষিত হয়েছি






এখানে আপনার মন্তব্য রেখে যান