লাটিম
আমরা বিপন্ন হয়ে উঠতে জানি
সাপ ও সাপের খোলস
দিনদুপুরে ফুটবল খেলে দেখি লাটিম ঘুরছে
বন ও বাদাড়ে
বাঘ
ভোরবেলা নদী পেরচ্ছে বাঘ।এই দৃশ্য যারা দেখেন তারা কিন্তু উড়ন্ত পাখির ছায়ায় দাঁড়িয়ে থাকতে পছন্দ করেন।দূরে কাছে বাজনা।নাচ।নাচ ও গান নিয়ে
পরিভ্রমণ সেরে ফেলা।এদিকে নদী পেরোন বাঘটি নখ
ঘষছে গাছের শরীরে।
ঘাম
পাখিদের গ্রাম,রেখে আসি মনস্তাপ
তোমার আঙুল ছুঁই।
ভালবাসি ঘামের গন্ধ,নদীর জলে ঠোঁটের
ছায়া
শিকার
‘ভেঙে যাওয়া স্মৃতি আর স্মৃতির ভেতর ঢুকে পড়া
দোনলা বন্দুক’
আদিগন্ত শিকার সম্ভাবনা।
শিকারীরা নেমে আসে কুয়াশার মাঠে।
শিস
গোপন ডেরায় শিস বাজলে তন্ত্রমন্ত্র ও গানের কথা
মনে হয়
পিঠে পাখা নেই যে উড়ে যাব!
প্রকল্প বাস্তবায়িত হোক।আমরা হাত রাখি খোঁপার
কাঁটায়






এখানে আপনার মন্তব্য রেখে যান