বঙ্গবন্ধু মুজিবুর
কখনো আকাশে একটি বিশেষ তারা
উজ্জ্বল হয়ে ওঠে দিক দেখাবে বলে,
কখনো পাহাড় চূড়ায়
মায়াবী বরফ জমে ওঠে,
রঙের ছটায় ধন্য করে তোলে শীর্ষদেশ।
মানুষের জীবনের রাত কেটে গেলে
কখনো দিনের দেখা অনির্দিষ্ট হয়ে ওঠে,
মশাল জ্বালতে হয় সেই ঘন অন্ধকার দিনে।
তখন তো মানুষের পথ ভুল হতে পারে,
তখন তো পরিচয় খোয়া যেতে পারে,
সেই সব ক্লীব-দিনে একটি তারার দেখা
একটি মশাল ধরা হাত
আর সাহস দেওয়ার মতো কণ্ঠস্বর
খুব প্রয়োজন,
বাংলায় কথা বলা সমস্ত পাখিরা,
বাংলায় কথা বলা সকল প্রাণীরা
এবং মানুষ
ভুলবে না কোনদিন বিশ্বাসে ভরপুর
বাংলা পেয়েছিল বন্ধু মুজিবুর।
[সাইফুল্লাহ মাহমুদ দুলাল সম্পাদিত আগামী মাসে প্রকাশিতব্য ‘ভারতীয় বাঙালি কবিদের কবিতায় বঙ্গবন্ধু’ সংকলন থেকে।]






এখানে আপনার মন্তব্য রেখে যান