মুখজবানের লড়াই
পলকের উল্কার মুহূর্ত আলো
দৃঢ়তার কথা সারা পৃথিবীকে জানালো
মায়ের ভাষায় বলা মিঠে কথা
চাপিয়ে দিতেই, লড়াই ছড়ালো অযথা
উচ্চশির রক্তযুদ্ধ তর্জনী আকাশে
জনগণ মন জানে, কখন কে ছিল পাশে
একমাত্র, কখনই সংগ্রাম জেতেনা
অজস্র মুজিব তাই লড়াকু, চেতনার সেনা
বাতাসে উচ্চস্বর, বুকেতে স্লোগান
মানবিক মুখের শাহবাগ চত্বর, রমনা ময়দান
বন্ধু বলেছে জনগণ, জন্ম বাংলাদেশ
অদৃষ্ট নয়, জনতার আবেগে কঠোর আবেশ
পাপের বোঝা ভরা সমস্ত ঝুলি
সবুজের বুকে কেন ছড়ালো রক্তরাঙা গুলি
কার মূর্তি ভেঙে চলে, কারা
ইতিহাস জানে, মুজিবুর আজো দিচ্ছে পাহারা
প্রতিবেশী দেশ! আছি পাশে
দৃঢ় প্রত্যয়ে লিখি কবিতা, বঙ্গবন্ধুর মুক্ত আকাশে
অন্ধকার, অন্ধবিচাররের বাস্তবে
সোনার বাংলায় আজ একপক্ষ বেছে নিতে হবে
[সাইফুল্লাহ মাহমুদ দুলাল সম্পাদিত আগামী মাসে প্রকাশিতব্য ‘ভারতীয় বাঙালি কবিদের কবিতায় বঙ্গবন্ধু’ সংকলন থেকে।]






এখানে আপনার মন্তব্য রেখে যান