৭ই মার্চের আগে
বাংলা ছিল বটে, বাংলাদেশ ছিল না
অক্ষর ছিল,গরিষ্ঠের জোর ছিল, আঁতের বিক্রম ছিল
পার্টিশন,কাঁটাতার,এখতিয়ার– আরো কতশত বিশ্বস্ত সর্বনাম
কিন্তু ছিল না আপনাপণ -আত্মনিয়ন্ত্রণের
স্বশাসিত স্বদেশীযাপন, সম-অধিকার
ইতিহাসহীন বাঙ্গালিই লিখেছে নয়া ইতিহাস,১৯৭১
জয় বাংলা –তেমন এক সামূহিক সামাজিক জ্ঞান
বায়ান্নর ভাষা -উতসার ,৬৬-র ছয দফা আর
জনসমুদ্রের জোয়ার ,শতশত উদবুদ্ধের মন্দ্র শ্লোগান,
কার্য- পরিণাম– বহুসংখ্যকের
মনন উপকরণ,বৌদ্ধিক যোগদান
সৃষ্টির প্রথম মন্ত্র : তাচ্ছিল্যের এক সোচ্চার ফুতকার
শুন্যে মিলিয়ে গেল লোহার বেলুন– বেশুমার
পারাহীন আয়না নয় অনুভবের আয়তক্ষেত্র
মৃত ঝিনুকেও –জানি টিকে থাকে সমুফ্রঘ্রাণ
ইম্যাজিন্ড কম্যুনিটি নয় বাংলাদেশ —
প্রাচীনতম অস্তিত্ব ,সত্বত বহমান—
অনুভববেদ্যতাই আদতে ইতিহাস
[সাইফুল্লাহ মাহমুদ দুলাল সম্পাদিত আগামী মাসে প্রকাশিতব্য ‘ভারতীয় বাঙালি কবিদের কবিতায় বঙ্গবন্ধু’ সংকলন থেকে।]






এখানে আপনার মন্তব্য রেখে যান