তোমাকেই দরকার
বাতাসটা আজ রুক্ষ ভীষণ
ছিঁড়ছে নারীর টান,
এসো একবার তুমি, একবার এসো
শেখ মুজিবুর রহমান…।
দাঁড়াও সমুখে জাগাও সে বুকে
মানবিকতার ঢেউ,
আজ বাঁচার মতন বাঁচতে ভুলেছে
আমাদের কেউ কেউ…।
বঙ্গবন্ধু তোমার মাটিতে
মুখ বুজে সব সই…
প্রতিবাদ থাকে কবরে ঘুমিয়ে
আপোষেই জেগে রই….।
সাম্প্রদায়িক কালো হাত আজ
রুদ্ধ করেছে পথ..
আমরা ভুলেছি তোমার শেখানো
দৃপ্ত সে শপথ….।
ভুলেছে অনেকে গুলির আওয়াজ
ভুলেছে কফিন শোক,
এসো একবার তুমি, একবার এসো
তাদের চেতনা হোক…
অসহায় জনে বাইতে শেখেনি
আজও মুক্তির নাও..
ঝড় হয়ে তুমি সেই বুক থেকে
ভয়কে উড়িয়ে দাও
কত সবুজের প্রাণের রঙেতে
পতাকা সেজেছে আজ,
ঐ রক্ত ফোঁটায় সূর্য্যকে ধরা
কত শহীদের কাজ…
বলে দাও এসে কত কত কোল
ফাঁকা করে কত বুক,
বাংলার ঘাসে আমরা এঁকেছি
স্বাধীনতা রাঙা সুখ…
শুনবেনা কেউ আমাদের কথা
শুনবেনা চিৎকার,
এসো একবার তুমি, একবার এসো
তোমাকেই দরকার…
[সাইফুল্লাহ মাহমুদ দুলাল সম্পাদিত আগামী মাসে প্রকাশিতব্য ‘ভারতীয় বাঙালি কবিদের কবিতায় বঙ্গবন্ধু’ সংকলন থেকে।]






এখানে আপনার মন্তব্য রেখে যান