২৮৮ দিন পর…
ওরা তোমাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে
তুমি পরাজিত শত্রুদের পাঁজর ভেঙে দিয়ে
স্বপ্নহীন এক অনিশ্চিত জীবন থেকে মুক্ত হয়ে
উড়াল দিয়েছো প্রিয় স্বপ্নভূমি স্বদেশের দিকে
দীর্ঘ নয় মাস…
তোমার জন্যে প্রতীক্ষায় ছিল মধুমতি
তোমার জন্যে অপেক্ষায় ছিল রাসেল
১০ জানুয়ারি বাহাত্তর
ইতিহাস তার পৃষ্ঠায় আঁকল ইতিহাস
সেদিন তোমার দুঃখিনী বাংলা
বিজয়ের উল্লাসে ভাসছে, হাসছে
মুক্ত বাতাসে উড়ছে রক্তখচিত প্রিয় পতাকা
সমস্ত পথজুড়ে আনন্দ-অশ্রুরা হাঁটছে এক সাথে
তোমার স্বদেশ প্রত্যাবর্তনে
শরণার্থী শিবির
সোহরাওয়ার্দির ঘাসেরঘুঙুর
আর এই ছাপ্পান্ন হাজার মনোভূমি
মেতে উঠেছিল আনন্দ-আলোতে
নেচে নেচে উঠেছিল
সাড়ে সাত কোটি বাঙালির
অশ্রুভেজা পনের কোটি চোখ
২৮৮ দিন পর
তোমার এই ফিরে আসা মানে
পৃথিবীর মানচিত্রজুড়ে পরিপূর্ণ বাংলাদেশ
তুমি মানেই তো আমাদের বাংলাদেশ
তোমাকে দেখার জন্য
উদগ্রীব ও উত্তেজনায় ছিল বাংলাদেশ
২২৮ দিন পর তোমাকে দেখল বাংলাদেশ
তুমি ফিরে এলে লেকের পাশে
তোমার প্রিয় বত্রিশে






এখানে আপনার মন্তব্য রেখে যান