বঙ্গবন্ধু আপনাকে বলছি
আপনি এখন কোথায়?
কবরের মাটি সরিয়ে একবার
নিজের জন্মভূমির দিকে তাকান
যে মাটিকে পবিত্র করার শপথে মা ডেকেছিলেন
সেই মাটি আজ রৌরব
নগ্ন প্রেতাত্মার আগুনে আগুনে মায়ের শরীর
ঝলসে উঠেছে, তার দু’চোখে অসহায় অন্ধতা
আপনি কোথায় বঙ্গবন্ধু?
কবরের মাটি কি এতই কঠিন
এতই হৃদয়হীন যে আপনিও পাষাণ হলেন?
চোখ খুলে একবার দেখতেও কি চান না
যে মাটি একদিন সন্তানের রক্তে উর্বর হয়েছিল
আজ সেই মাটির ওপর হীন কুচক্রী প্রতিহিংসা দাপিয়ে বেড়ায়?
স্বাধীনতাকে হাতিয়ার করে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে
মানুষের প্রেম, জ্ঞান, পুরুষকার
মানবতার সমস্ত কোমল ফুলগুলি
বঙ্গবন্ধু শুনছেন, আরো একবার ফিরে আসুন,
এই মাটিতে আরো একবার সিংহের বজ্রনির্ঘোষ হোক
আরো একবার গোটা দুনিয়া দেখুক
ভালোবাসার মানুষকে আস্ত একটা দেশ হয়ে যেতে
[সাইফুল্লাহ মাহমুদ দুলাল সম্পাদিত আগামী মাসে প্রকাশিতব্য ‘ভারতীয় বাঙালি কবিদের কবিতায় বঙ্গবন্ধু’ সংকলন থেকে।]






এখানে আপনার মন্তব্য রেখে যান