পিতা,অনলে অভিভূত আছি

আগুন দেখে কখনও ভয় হয়নি
আমার!
ভয় ছিল না সমুদ্রেও কোনোকালে।
বরং শিখা কিংবা ঢেউকে,জন্মের
শুরু মনে করেছি আজীবন।
কিছুটা দ্রোহ পেলে উপড়ে ফেলবো
দুষ্টগ্রহের সীমানা –
এমন প্রত্যয় ব্যক্ত করেছি বহুবার।

যুদ্ধকেই পরিত্রাণ ভেবে,
আমি শরণার্থী হয়েছি।এমন
ছবির দিকে তাকিয়েছি বার বার,
যে ছবির আঙুল আমাকে দিয়েছে
নিমগ্ন স্বদেশ! ভূমিত্যাগ মানেই
উপাত্ত ভুলে থাকা নয়-
এই সত্যের জানালায় উড়িয়েছি মুক্ত হাওয়া।

মূলত মুজিব মানেই প্রজন্মের
বুকের অনল,
প্রধানত মুজিব মানেই বাংলার
অমর মৃত্তিকা,
আকাশের আর্কাইভে যে আলো
অবশিষ্ট থাকে-
সেই আলোই আমাকে জানিয়েছে,
মুজিব মানেই মুক্তিকামী মানুষের
বুকে লালিত একখণ্ড রোদ-
বিশ্বের প্রতি বাঁকে বাঁকে।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending