কান্না ও শূন্যতার পুনরুত্থান
পুরনো রাস্তাটি পেয়েছি, সেই আগের মতোই
ঘাসযুক্ত প্রান্তব্যুহ
পুনরুদ্ধার করা হলো, প্রশস্ত করা হয়নি বরং স্থুল হয়েছে
ঘাসযুক্ত জায়গাটি গোলাবারুদের বিস্ফোরনে পুড়ে যায়;
ঘাসযুক্ত হয়েছে, কান্না থামেনি;
ইউনিফর্মের দাগ শুকিয়ে গেছে।
বিশেষ মানুষটি আজ আর নেই।
তারপর সেই বিশেষ দিনে আমি হাঁটা দিয়েছিলাম
ক্ষুধার্ত লোকদের জাগাতে,
নীরব উঠোন পেরিয়ে,
অতীতের এক প্রত্ন মিউজিয়ামে
যেখানে রক্ষিত লাশের স্তুপ।
বাস-স্টপটি আর নেই
জায়গাটি আমাকে কাঁদায় আর
আমি শুধুই কাঁদি।






এখানে আপনার মন্তব্য রেখে যান