আত্মপরিচয়
বুকে চর্যাপদ নিয়ে কূলভাঙি অখণ্ড ভারতবর্ষের
সূর্যসীমানায় বাধা পড়েনি সে ভূম
বানপ্রস্থ, বোধিবৃক্ষ কিংবা বখতিয়ারের ঘোড়ার খুর
যে মাটিকে কর্ষণ করেছে
তার বুক চিরে বেরিয়ে আসা
এক সূর্য স্পর্শ করেছে আমার কর।
বিচিত্র বর্ণমালায় গেঁথেছি যে জপমালা
তাতে ধ্বনিত হয় ওঁ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ!
মিশে থাকি প্রাকৃতজনে।
শিরা উপশিরায় অগুনতি নদী উপনদীর মতো
বুকে আছড়ে পড়ে
পটমঞ্জরী, মল্লারী, কামোদ,গুঞ্জরী।
আমি অবনত হই,আমি আঁকড়ে ধরি,নিরাপদ বোধ করি
একটি তর্জনীতে।একটি বজ্রস্বরে
আমি আশ্রয় নেই ধানমন্ডি ৩২/৬৭৭ হোল্ডিং নম্বরে।






এখানে আপনার মন্তব্য রেখে যান