অবিনাশী উপহার
ঝড়ে ও ঝঞ্ঝায় বহুকষ্টে
পাতার আড়াল থেকে
বেরিয়ে এসেছে
রক্তজাত এই বৃক্ষ
আমি আজ তাকে
লিখে দেবো
জল-স্থল-অন্তরীক্ষ!
এ বৃক্ষের নাম
দুর্ভাগ্য আমার
আমাদের পরিচয়
আমার সন্তান
কিংবা তার প্রজন্মের
পথভ্রষ্ট কীট
এ সত্যটা
মানতে রাজি নয়।
কেন বলি
আমার কিছুই নেই
তবু বলি
সব আছে
এ আমার অহংকার
এ আমার মাতৃভূমি
এ আমার প্রাণ।
২.
আমার সন্তান
কিংবা তার প্রজন্মের
সবই আছে,সব —
পিতা-মাতা,
ভাই-বোন
অর্থ-বিত্ত
ডলারজীবন
ভোগের উৎসব
অপার আনন্দ।
কী নির্মম পরিহাস
এদের সবই আছে,
শুধু নেই
এক টুকরো মাটি —
মাতৃভূমি।
আমার কিছুই নেই
তবু আছে
মাতৃভূমি
স্বাধীনতা
এ আমার অমৃতের
অবিনাশী রক্ত উপহার।
ঝড়ে ও ঝঞ্ঝায়
যে কোনো উপায়ে
অন্য কিছু নয়
শুধু তাকে
বুকে নিয়ে
শুয়ে যেতে চাই
মৃত্যুর সময়।






এখানে আপনার মন্তব্য রেখে যান