কোথা যাস অবিনাশ?

কোথা যাস অবিনাশ?ফু দিয়ে পা ফেলাস-
কাটায় মোড়ানো যাপনের চারপাশ,ফু দিয়ে পা ফেলাস।

কালের আলজিভ তুলছে ফণা- অজানা ভয়ের ঢেউ খেলা সমুদ্র,
বাহিরে নাচছে গাইছে লাবণ্যের সুবর্ণ মুদ্রা,কৃত্রিম প্রেম-
কোথা যাস অবিনাশ?ফু দিয়ে পা ফেলাস।

ভালোবাসার নামে কেউ তোকে ধরিয়ে দেবে কমলা রঙের বিষ,
নিছক বেদনার ছাইপাঁশ,পুরোনো দীর্ঘশ্বাসের বিকলাঙ্গ কঙ্কাল-
শিরার রক্তে টেনে আনবে অকাল জোয়ার।
তারপর দেখবি যেই মাটিতে তুই পা রেখে দাঁড়িয়ে আছিস
তার আশেপাশে কেউই নেই,চম্পাহাটির নির্জন পর্ব’তে শুধু তুই একা;
কোথা যাস অবিনাশ?ফু দিয়ে পা ফেলাস।

ভেতরেও ভয়,আত্ম প্রবঞ্চনার চমৎকার রঙমহল,
নির্বোধ আকাঙ্ক্ষার ভয়ংকর সুন্দর দুর্মতি কেন্দ্র,
যেখানে তুই অহরহ নিজের ভেতরে
নিজে ডুবে যাচ্ছিস- আপন ভারে ও ভরে,
আর তোকে ঘিরে আছে বোধশূন্য তিনশত পয়ষট্টিটি উন্মত্ত ঘোড়া।

কোথায় যাবি অবিনাশ- কেথা যাস অবিনাশ?ফু দিয়ে পা ফেলাস।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending