আবার অঞ্চলকথা
আবার অঞ্চলকথা,বাঁক নেওয়া নদী
শ্যাওলা ভাসে খরস্রোতে,পুঁটি মাছের
ঝাঁক
গলায় গান তুলে আনে গীদাল, মৈশাল, বাইচার
ভাই
ঘোড়া মাশানের থান।
বেগুনখেতে নজরকাটা।
একের পর এক পেরিয়ে যাচ্ছি ধনীবাড়ি
মুড়ি ও বাতাসা নিয়ে রেডিও শুনতে
বসি
প্রান্তরে চাষাবাদ।
গামছায় ঘাম মোছেন বৃদ্ধ
কৃষক।
লিখলাম একটানা বৃষ্টি।
নদী ও ঢেউয়ের বৃত্তান্ত।
আলপথে শুয়ে থাকা
‘মাঘ মাসিয়া জাড়’।
কত কত যুগ পেরিয়ে ফিরে আসছেন
বাবুরাম দেউনিয়া
বাতাসে ঘোড়ার ডাক।
থেকে থেকে গান বাজে_’নদীর পারত কাশিয়া
নাই’
পান্তা ভাতে লবণ মিশিয়ে
শরীরভর্তি শিহরণ নিয়ে
দেখি জোড়া পুকুরের চারপাশে একে একে জড় হচ্ছে
মিথ ও উপকথা
পাটক্ষেতে শুয়োপোকা।
সজনে গাছের ডালে উদাসী শকুন ডানা
ঝাড়ে।
দিন ছোট হয়ে আসে
অঞ্চলকথা উড়ে বেড়ায় হাটগঞ্জপরিধির
ভেতর






এখানে আপনার মন্তব্য রেখে যান