শিকড় গ্লোবাল সাহিত্য ফোরাম অ্যান্ড পাবলিশার্স: কলকাতা অধ্যায়
শিকড়, যার সূতিকাগার যুক্তরাজ্যে, অথচ প্রাণস্পন্দন পুরো বাংলাজুড়ে। ১৯৯৮ সালে মাতৃভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা ও বিকাশের ব্রত নিয়ে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয় শিকড়। এর প্রতিষ্ঠাতা, কবি ও সংগঠক ফারুক আহমেদ রনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী লেখক, শিল্পী ও সাহিত্যানুরাগীদের এক সুতোয় আবদ্ধ করেছেন কবিতার নিশ্বাসে, সাহিত্যের সংযোগে।
এই দীর্ঘ যাত্রাপথে ২০১৮ সালে প্রতিষ্ঠা পায় Global Poet and Poetry, যার মাধ্যমে শিকড় বিশ্বসাহিত্যের বৃহত্তর পরিসরে উন্মুক্ত করে বহুভাষার সৃজনশীল প্লাটফর্ম।
এই ধারাবাহিকতারই শুভ অবগাহন গত ২৪ অক্টোবর ২০২৫, কলকাতার বালিগঞ্জস্থ Kolkata International Foundation-এ অনুষ্ঠিত হলো শিকড় গ্লোবাল সাহিত্য ফোরাম অ্যান্ড পাবলিশার্স-এর কলকাতা অধ্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন। পাশাপাশি প্রকাশিত হয় শিকড় স্মারকগ্রন্থ এবং কবি কাবেরী মুখার্জি রচিত Ashes and Ink কাব্যগ্রন্থ।
সাহিত্য, সঙ্গীত, শিল্প ও পাঠ-আলোচনায় ভরপুর ছিল এই মনোজ্ঞ সন্ধ্যা। সূচনা সঙ্গীত পরিবেশন করেন শিকড় পরিবের কলকাতা অধ্যায়ের সদস্য সঞ্চারী ব্যানার্জি।
উদ্বোধনী বক্তব্যে শিকড়ের সহসম্পাদক কাবেরী মুখার্জি শিকড়ের ভাবদর্শন ও লক্ষ্য তুলে ধরেন।
প্রতিষ্ঠাতা কবি ফারুক আহমেদ রনি, সশরীরে উপস্থিত না থাকলেও, তাঁর হৃদয়ভরা বার্তায় বলেন-“শিকড় আজ এক বিশ্বপরিবার, যেখানে কবিতাই আমাদের আত্মার ভাষা। সাহিত্যই পারে মানুষকে যুক্ত করতে, আর সেই সংযোগের নাম- শিকড় এবং গ্লোবাল”
আলোচনা পর্ব ছিল উজ্জ্বল ও গবেষণাধর্মীঃ
• কবি প্রবাল কুমার বসু: ভারতীয় ধ্রুপদী ভাষা
• লেখক ও অনুবাদক শ্যামল ভট্টাচার্য: Multiculturality in Indian Literature
• কবি নন্দিতা দে ও কবি মৌসুমী ভট্টাচার্য: Ashes and Ink কাব্যগ্রন্থ বিশ্লেষণ
• কবি প্রিয়াঙ্কা ব্যানার্জি: Poetry for Peace (Anthology) আলোচনা
কথা ও কবিতায় ছিলেন; কবি কল্লোল দত্ত, তাপস গুপ্ত, সোমা পালিত ঘোষ, অমিতাভ সরকার, উত্তম কুমার দাস, সঙ্গীতা মুখার্জি, সুমান্য মৈত্র, নীলাঞ্জনা চট্টোপাধ্যায়, শংকর বসু, দেবার্ঘ্য সেন, রঞ্জনা ভট্টাচার্য, এলা বসু, পিনাকী বসু, রাহুল দাশগুপ্ত, সুচিত্রা বন্দোপাধ্যায়, সংহিতা বন্দোপাধ্যায়, দেবদাস রজক, অজয় ভট্টাচার্য প্রমুখ।
ইংরেজি কবিতা পাঠে ছিলেন সোমা দত্তা মিত্র, শুভেন্দু কর, নন্দিতা দে। পাঞ্জাবি কবিতা পাঠ করেন ভূপেন্দর সিং বাশর।
কবিতার গান পরিবেশন করেন সহেলি চৌধুরী।
সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিকড়ের সহসম্পাদক কবি পিয়াল রায়, যিনি পুরো সন্ধ্যাকে এক অনবদ্য সেতুবন্ধে বেঁধে রাখেন।
২৭ বছরের নিষ্ঠা, শ্রম, বিশ্বাস ও ভালোবাসার ফসল আজ কলকাতায় শিকড়ের প্রতিষ্ঠা। মাতৃভাষা ও সাহিত্যকে হৃদয়ে ধারণ না করলে এত দীর্ঘ পথ অতিক্রম করা সম্ভব নয়। শিকড়ের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষ, প্রতিটি কবিতা, প্রতিটি সৃষ্টিমুহূর্ত, এ যেন এক অভিন্ন মানসচেতনার কবিকণ্ঠ।
এবার কলকাতার সাহিত্য অঙ্গনে শিকড়ের বীজ প্রোথিত হলো।৭এই সাহিত্য ভুবন আরও বিস্তৃত হবে, এই প্রত্যাশায়…।
সাদিয়া নাজিব
সহসম্পাদক
শিকড় গ্লোবাল সাহিত্য ফোরাম অ্যান্ড পাবলিশার্স











































এখানে আপনার মন্তব্য রেখে যান