লীনতাপ
ভোর বেলা থেকে এক শব
এমনই জীবন্ত হয়ে গেছে!
বাতাসে তেরোর গন্ধ আজ
তেইশ তারিখে
ময় ময় করছে কেবল…
পৃথিবীর চাকার উপরে।
যখন ফসকে যায় ছায়া
শরীরের বলপেন থেকে
নিজেকে হালকা মনে হয়,
যেন তাঁর চোখের উপরে
আমার সকল ভেসে থাকা
করেছি বিলীন।
তারপর লীনতাপ আসে
ধীরে ধীরে চাপের ভেতরে
তোমাকে আমার থেকে দূরে
আমাকে তোমার থেকে দূরে
গলে যায় বরফের দেশ।






এখানে আপনার মন্তব্য রেখে যান