কবির কলম
(কবি শামীম আজাদকে মনে করে)

কবি প্রচ্ছন্ন নিয়তি থেকে প্রকট বেলুন-বাতাসে প্রবেশ করলেন
তাঁর ডান হাতে কলম
বাম হাত ভাঁজ করে রেখেছেন চিবুকের তলায়
কবির কলম থেকে একফলা হলুদ আগুন, আচমকা বেরিয়ে,
ঢুকে পড়ে অন্তরাত্মার ঘোর-অন্ধকার বারান্দায়।

তারপর আগুনের তেজ স্তিমিত হলে বাড়তে থাকে কবির দহনজ্বালা
অবশ্য আগুনের আলোয় কবি দেখতে পান যেন ঠিক নিজেকে
আর তিনি বোধহয় তখন অনুভব করেনÑ তাঁর কলম বেয়ে কবিতা
ক্রমশ ব্যক্তিত্বের অন্দরে প্রবেশের ছাড়পত্র লাভ করেছে
নতমস্তক কবি তাঁর কলম নিয়ে খেলতে থাকেন; আঙুলের ফাঁকে,
অল্প অল্প লোমের স্পর্শ এড়িয়ে,
শুদ্ধ-সরল-সুন্দর-স্বচ্ছন্দ ভঙ্গিতে, ঘুরতে থাকে কবির কলম।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending