বুবু জান
তোমার উচ্ছলতা নীল আকাশ ছোঁয়ায়,
তোমার রূপমাধুর্য্যে বাসন্তী হাওয়া বয়ে যায়।
তোমার সুমিষ্ট হাসি শিকড়ে টান পড়ায়,
তোমার ক্লান্তিহীন পথ চলা সাহস যোগায়।
তুমি আছ বলেই আমরা কবিতা লিখে যাই,
তুমি আছ বলেই বাংলায় গান গাই;
বিলেতের ধুলিকণায় বাংলার ছোঁয়া পাই।
তুমি যে আমার অনাদিকালের বুবু;
পৃথিবীর যে প্রান্তেই থাক না কেনো
সকলে তোমায় ভালোবেসে যাবে তবু।
তোমার কবিতার দৃপ্ত বাণী হারাবেনা কভু,
অমর হয়ে থাকবে তুমি, ওগো প্রিয় বুবু।






এখানে আপনার মন্তব্য রেখে যান