প্রবাস বাংলার এক আলোকিত সায়ন্তনী
তোমার আলোয় আমরা আলোকিত হই,
জেগে উঠি তোমার জাগরণী কাব্যচরণে।
তোমার বিজ্ঞতার পেয়ালায় চুমুক দিয়ে-
আমরা সাঁতার কাটি গহিন সরোবরে।
শিকড়ের গন্ধ পাই তোমার প্রতিটি নিশ্বাসে,
তুমি অজান্তেই গেয়ে যাও লক্ষ্মীন্দরের গীত।
বুকে নিয়ে বিজয়ের ফুল, তুমি জয় করো,
তুমি জয় করো বাংলাকে প্রতিপল, প্রতিক্ষণ।
তুমি আমাদের কবি। আমাদের শামীম আজাদ!
তোমার শুভ জন্মদিনে, আমার প্রণতি প্রণাম






এখানে আপনার মন্তব্য রেখে যান