শুভ জন্মতিথী
(আমার প্রিয় কবি শামীম আজাদ)
লন্ডনের কুয়াশা ভেজা প্রভাতে
তুমি জ্বেলেছ এক প্রদীপ
বাংলা ভাষার দীপশিখা,
যার আলো ছুঁয়ে যায় টেমসের তীর,
ছুঁয়ে যায় মায়ের মুখ, স্মৃতির পটভূমি।
তোমার কলমে জেগে ওঠে নদী,
নিশানার মতো জেগে থাকে গ্রাম,
প্রবাসের প্রাচীর পেরিয়ে
তুমি বুনে যাও শব্দে শব্দে
বাংলা নামের অক্ষরিত অভিমান।
যৌবন থেকে তুমি চলেছ
এক দীপ্ত বিশ্বাসে,
বাংলা শুধু ভাষা নয়,
সে তো রক্তের স্রোত, আত্মার গান।
তুমি তার দূত, তার কবি, তার মা।
তোমার কণ্ঠে যখন বাজে কবিতার সুর,
লন্ডনের মঞ্চে তখন জেগে ওঠে বাংলাদেশ,
কেউ শোনে পদ্মার ঢেউ,
কেউ দেখে কাশফুলে ভরা শিশির সকাল।
আজ এই দিবসে,
তোমার ৭৩ বছরের আলোকরথে
আমরা রাখি ভালোবাসার অঞ্জলি,
যেন তোমার কলম আরও দীর্ঘ যাত্রা করে,
যেন বাংলা বেঁচে থাকে
তোমার মতো মানুষের হৃদয়ে,
অসীমের আলোয়।






এখানে আপনার মন্তব্য রেখে যান