
কোথাও কেউ জেগে আছে
প্রতিমুহূর্তে কোথাও না কোথাও কোনোনা কোনো
শঙ্কা তৈরি হচ্ছে
সন্ধ্যা জড় হয়ে নামছে রাত্রি সকাল সন্নিহিত দিনে
এভাবেই সুখ,ক্রন্দন, শোক, আহাজারি,
ইনসোমনিয়ার ক্রমাগত আবর্তন
এই অপতিত ধ্বনি প্রতিধ্বনিগুলো
সংজ্ঞাহীন দখল করে আছে চেতন-অবচেতনে
জেগে আছে চাঁদ, প্রতিহত জল,
আহত পাখি অরণ্যের ক্রোড়ে
আঁধারের পাঁজরে অন্ধ বৃক্ষবোধি,
সমাগত মেঘ, উদ্বিগ্ন চোখ, বৃত্ত ক্যামোফ্লেজ
গৃহহীন, অনাহারী যকৃৎ, জঠরশিশু,
বিদগ্ধ আত্মা জেগে আছে
জেগে আছে যুদ্ধ, রক্ত, প্রতিশোধ, প্রতিশ্রুতি,
প্রতারণায় বিচ্ছেদ ভালোবাসা
কালো হাত, অত্যাচারী, নিপীড়িত জেগে আছে
জেগে আছে পুরুষতন্ত্র জেগে আছে পরাজিত নারী
উত্তাল ঢেউ, অনাহুত বৃষ্টি, চারণভূমি, পুষ্পপরাগ
জেগে আছে বিক্ষুব্ধ, অপারগতা, ব্যাধি, অমা
জেগে আছে সৌধ, শহীদমিনার, মানচিত্র
একাকীত্বে কোথাও জেগে আছে অসীমের পানে শান্তিকামী
আপোষহীন ধ্যানী বিক্ষিপ্ত কোন এক ব্রতচারী l






এখানে আপনার মন্তব্য রেখে যান