আড়ালের উত্তরসূরি

সব ঝিনুকেই মুক্তো থাকে না।
সব সত্যকেই করা যায় না আড়াল।
সব কালি কিংবা কলম-
মুছে দেয়ার কাজটি সারতে পারে না।
অথচ সকল শিরা উপশিরায়,
থাকে দ্রোহ,থাকে অনল।

আমরা অনলের অন্বেষণেই একাত্তরে একটি পতাকাকে
বরণ উৎসবে মেতেছি।
রক্তকণিকায় সমগ্র সত্তাকে
মিশিয়ে দিয়ে, সত্যকে খুঁজেছি;
আমাদের অনাগত সন্তানদের জন্যে,
বিনির্মাণ করতে চেয়েছি-
সাম্যের সংসার। আর পৃথিবীর সকল
কপোত-কপোতীকে বলেছি…
তোমরা ওড়াও পতাকা,
ওড়াও লাল-সবুজের
স্বতন্ত্র বিধান।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending