নগ্ন অধ্যায়ের স্থপতি
আমাদের ঘর-সংসার, গৃহস্থালি, সব বেদখলে গেছে,
কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নেই,
কারণ আমাদের বিশ্বাসটুকু সহসা নৃশংস ঘাতক
হয়ে আজ অন্ধকারকে পাহারা দিচ্ছে।
আমরা বীভৎস আগুনের সাক্ষী,
যে আগুনে পুড়ে ছাই হয়েছে কৃষ্ণ পক্ষের চাঁদ,
মধ্যাহ্নের জঠরে লালিত গোধূলির রঙিন পালক।
নীরব আর্তনাদ আর পোড়া স্মৃতি নিয়ে
আমরা ইতিহাসের নগ্ন অধ্যায়ের স্থপতি।
আমাদের ক্রোধ, ঘৃণা আজ নির্বাসিত উত্তরাধিকার,
বিগলিত মোমের অন্তিমপ্রান্তে পুণ্যবান আলোর নির্যাস।
আমাদের দেয়ালের ফাঁকে ফাঁকে ঝুলে আছে দীর্ঘশ্বাস,
তবু আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকি- আগুনের শরীর।
একটি পতাকার বিনিময়ে আমরা কিনে নিয়েছি
শ্বাপদের জিহ্বা এবং ঘাতক সময়,
আর একটি পরিত্যক্ত ইতিহাসের বিধ্বস্ত দলিল।






এখানে আপনার মন্তব্য রেখে যান