কবিতা আছ..

আমার একটা কবিতায় আছে শোক ও সুখের
আনন্দ, বেদনা,অহংকার আর গর্বের।
নক্ষত্রময় দিনের অঙ্গীকারে
চাকার ঘূর্ণয়ন থেকে ঘুরে দাঁড়ানোর কবিতা।

সে দিন এক হাতে মৃত্যু আরেক হাতে জীবন নিয়ে
একই কাতারে দাঁড়িয়ে ছিল নারী পুরুষ-
দাঁড়িয়ে ছিল মুক্তি পাগল মানুষ অমানুষের বিপরীতে,
নক্ষত্র থেকে নক্ষত্র ঝলসে উঠে ছিল সে দিন
অশুভ শক্তির নগ্ন মুখে ঢেলে ছিলো বুকের বারুদ
মানচিত্র ছিনিয়ে আনাতে ।
ছিনিয়ে এনে ছিলো তারা সত্য ও সুন্দর ।

মাটি আর মানুষের
সীমাহীন প্রেম ও অসীম সাহসের কবিতা,
মেঘের পাহাড় ডিঙিয়ে শ্যামলী মায়ের আঁচলে
আলো নিয়ে আসার কবিতা
আমাদের একটা কবিতা আছে
দীর্ঘ নয় মাসের, ক্ষয় ও ক্ষরণের,
অহংকার আর গৌরবের ।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending