বিজয় দিবসের পঙতিমালা
১
এই কবিতা তাদের জন্য,এই কবিতা তাদের
বাংলাদেশের সোঁদা মাটি রক্তে ভেজা যাদের।
এই কবিতা লিখছি আমিতাদের করে স্মরণ
দেশের জন্য যেসব মানুষ করলো মরণ বরণ।
বুকের পাঁজর জ্বালিয়ে যারা,করলো আঁধার লীন
যাদের ত্যাগে বাংলা নামের দেশ হয়েছে স্বাধীন।
মা জননীর পায়ের শিকল করতে গিয়ে ভঙ্গ
বীরের বেশে যেসব মানুষ করলো বিকল অঙ্গ।
তাদের জন্য ছন্দে গাঁথা আমার কথামালা
শ্রদ্ধা ভরে স্মৃতি সৌধে সাজাই ফুলের ডালা।
তাদের মাগফেরাতের তরে ঊর্ধ্বে তুলে হাত
খোদার কাছে নয়ন জলে করছি মোনাজাত।
যাদের খুনে আলোকিত সবুজ বৃক্ষ-বন
তরে আজকে আমার সালাম – অভিবাদন।
২
ডিসেম্বরের আকাশ জুড়ে স্বাধীনতার আলো
সেই আলোতে বীর বাঙালী প্রাণে প্রদীপ জ্বালো
বিজয় মাসে বাজাও দেশে একাত্তরের বাঁশি
বাঁশির সুরে পদ্ম-গোলাপ ফুটুক রাশি রাশি।
অন্ধকারের বন্ধ দুয়ার ভাঙতে যদি চাও
সমস্বরে জাগরণের গান সকলে গাও।






এখানে আপনার মন্তব্য রেখে যান