শিকড় রজত জয়ন্তী উপলক্ষে আমাদের নানা আয়োজনের অংশ হিসেবে আগামি শনিবার, ১লা ফেব্রুয়ারি একটি বিশেষ অনলাইন সাহিত্য আড্ডা আয়োজন করা হয়েছে।
সময়সূচি:
যুক্তরাজ্য সময়: বিকাল ৪টা
বাংলাদেশ সময়: রাত ১০টা
ভারত সময়: রাত ৯:৩০টা
কানাডা/আমেরিকা সময়: সকাল ১১টা
আমাদের এই সাহিত্য আড্ডায় আপনাদের সবার উপস্থিতি অত্যন্ত কাম্য। যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের অনুরোধ করা হচ্ছে দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা এখানে কমেন্টবক্সে ম্যাসেজ করুন।
সম্পূর্ণ প্রোগ্রামের বিস্তারিত শীঘ্রই জানানো হবে।
শিকড়ের সঙ্গে থাকুন। শুভেচ্ছা নিরন্ত্রর
শিকড় এডমিন টিম






এখানে আপনার মন্তব্য রেখে যান