সোনাঝুরি

তামাম বল্লভপুর জুড়ে শুধু সোনাঝুরি-স্মৃতি
নিবিড় টানটান চোখে মায়াময় গরবিনী হাসি —
টেনে নিয়েছিল, বানভাসি —
তোমাতে জড়িয়ে আছে আমার কৈশোরকথা — আমার যৌবনলতা —
খেলাচ্ছ্বলে, প্রণয়ে প্রণামে
দ্বিধা-লজ্জা-ঈর্ষালীন বিষধর কামে …
এবার স্বীকার করো, আমায় শিকার করো, মাখো
নারকেল মালায় রাখো, তেল-নুন জড়ানো কাঁচাআমে
তাড়িয়ে তাড়িয়ে চাখো — চোষ্য-লেহ্য বাকি রেখো নাকো
ডাবের শাঁসের মতো তরল মাংসল খিদে নামে
গলা বেয়ে, মন বেয়ে, স্মৃতি বেয়ে, অনুঢ়া প্রকৃতি —
তামাম বল্লভপুর জুড়ে শুধু সোনাঝুরি-স্মৃতি
মাঝপথেই অসমাপ্ত
– ইতি


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending