অভিজিৎ দত্ত’র দুটি কবিতা

বোধ

অপেক্ষার বদলে আমি
বসাই ‘উপেক্ষা’ শব্দটিকে।

আকাশ সচ্ছল,
তার চতুর্দিকে নীল রং
ঘষে ঘষে ফিকে করে তুলি।

হে প্রিয়, সমস্তই ভুলি,
শুধু শব্দের মিতুল সখ্যে
আমৃত্যু থেকে যেতে চাই

সেই বোধ: জলহীন পরিখা
পেরিয়ে এসে
যেন আমাকে পোড়াতে পারে
অগ্নি নয়, সবুজ তৃণশিখা!


পাগল হাওয়া

ওই যে পাগল পাগল হাওয়ায়
লাফিয়ে উঠছে কৃষ্ণচূড়া
মনে হয় তুমিই আসছ।

ওই যে ছাপিয়ে উঠল ভাঙা-জল
শান্ত বিধুর নদীটিতে–
ধরে নিই তুমিই আসছ।

ছেঁড়া মশারির মতো মেঘ
ধুলো-ওড়ার ভিতরে আঁকা হয়ে যাচ্ছে
বকের নিখুঁত জ্যামিতি,
পাতা ঘুরে ঘুরে পড়ছে
মাটির ভাঙা দোতারা ধুয়ে যাচ্ছে…
বুঝলাম ফিরে যাচ্ছ তুমি।

রেখে যাচ্ছ স্মৃতি ও আবেশ।
স্বপ্নে-গড়া ছোট্ট একটি ঘর,
সে বন্ধ ঘরের ভিতর মহাতনুঅন্ধকার
চাইবে:
ঘুলঘুলি দিয়ে ঢুকে পড়ুক
ভোরের সরু আলো…
সেখানে তোমার আবেশ,
আমার আবেগ,
মনকষাকষি
খেলা ক’রে যাবে বছর-বছর…

শুধু এই,
এই তুমি চাও, পুপলি?


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending