
অন্য গ্রহের গোলাপ
আরেকটু বুক ঘেঁষে দাঁড়াও। আরেকবার স্পর্শ
করো সংরক্ষিত পাঁজর। নির্মাণের আগুন নিয়ে
আমি পাড়ি নিতে চেয়েছি যে সমুদ্র, তুমি সেই
জাহাজের সহযাত্রী ছিলে। ছিলে মৌন প্রহরী।
পাখিরা যেমন সূর্যগুলোকে পাহারা দেয়-
চাঁদকে যেমন গল্প শোনায় মেঘপালকেরা,
ঠিক তেমনি পাশাপাশি হেঁটেই আমরা পাড়ি
দিয়েছি দীর্ঘ পথ। আর পাশের পর্বতগুলোকে
পড়ে শুনিয়েছি আমাদের প্রাত্যহিক রোজনামচা।
জীবন বর্ণময় এক অভিধানের নাম।পাতা
খুললেই
যে স্কেচচিত্র আমাদের নীরবতার ইতিহাসকে
সমৃদ্ধ করে, আমরা তাকে ধারণ করেই কাটাই
বাকীটা সময়। কে পাশে দিয়ে দূরে চলে গেল,
কিংবা কে কাছে এসে ছিটালো হিজলের ফুল-
তা আর খুব একটা মনে থাকে না!
আমি সবসময় একটি পুষ্প খুঁজেছি তোমার
আঙ্গিনায়। আর তুমি আমার জন্য অনাবিল
আকাশ বিছিয়ে দিতে দিতে, আমার বুকপকেটে
গুঁজেছো একটি অন্য গ্রহের গোলাপ!
বন্ধু হে!
গোলাপটির উজ্জ্বলতা চিরকাল অম্লান থাকুক।
এসো,
বিশ্বময় শান্তিকামী মানুষের জন্য আমরা বাহুতে
বাহু জড়িয়ে রাখি।






এখানে আপনার মন্তব্য রেখে যান