
নারী পুরুষ পাশাপাশি
আন্তর্জাতিক নারী দিবস
মার্চের তারিখ আট,
নারীর প্রবেশ অবাধ করতে
খুলো সকল ঘাট।
নারী মাতা ভগ্নি বধূ
রক্ষা করে ঘর,
উন্নয়নে নারীর সম্মান
হাতটা টেনে ধর।
নারী থাকলে পিছে পড়ে
পিছে থাকবে দেশ,
এমন ভাবে চলতে থাকলে
দেশের ভাগ্য শেষ।
দেশের কাজের সকলে স্তরে
নারী বসে যাক,
উন্নয়নের জোয়ার বইতে
সকলে কাজ পাক।
নারী পুরুষ পাশাপাশি
করবে সকল কাজ,
আসুন সবাই দৃঢ় হাতে
শপথ করি আজ।






এখানে আপনার মন্তব্য রেখে যান