
তুমি অনন্যা
প্রকৃতির অপরূপ সৃষ্টি তুমি হে নারী
তুমিই বলতে পার, আমি সব পারি।
অসম সাহসী হয়ে দাও পাড়ি মহাকাশে
পাহাড় চূড়ায় বিজয় পতাকা ওড়াও অনায়াসে।
তোমার হাতে কখনো দেশের শাসন ভার
বিজয়িনী তুমি কিছুতেই মানো না হার।
নির্ভয়ে তুমি মহাসাগর সাঁতরে হয়েছ পার
কোনো বাঁধাই রুখতে পারেনি গতি তোমার।
শিক্ষিকা হয়ে তুমি জ্বালাও জ্ঞানের প্রদীপখানি
সমাজসেবিকা হয়ে দূর কর সমাজের গ্লানি।
চিকিৎসা ক্ষেত্রে তো তোমার অসামান্য অবদান
সেবিকা হয়ে নারী ,বাঁচাও মুমূর্ষুর প্রাণ।
পুরুষের সাথে মিলিয়েছ তুমি কাঁধে কাঁধ
কখনো দেখি তোমায় ,স্টিয়ারিংএ রেখেছ হাত।
সংসারে অভাব যদি কখনো থাবা বসায়
তোমার রোজগার হয়ত তখন ভরসা যোগায়।
তুমি জায়া , তুমি জননী, ভগিনী,কন্যা
কত সফলতার প্রেরণা তুমি, তুমি অনন্যা।
একা হাতে ঘর ও বাহির সামলাও
সব পেতে পার যদি তুমি চাও।
দশভুজা তুমি , তোমার নাই তো ক্ষয়
ইচ্ছাশক্তির বলে ত্রিভুবন করতে পার জয়।
তবু আজও নারীদের সুরক্ষা কোথায়?
অন্যায়ের প্রতিবাদ করে অভয়াকে মরতে হয়।
নারী লোলুপ নৃশংস কাপুরুষদের বিনাশ চাই
অভয়া তুমি শহীদ হয়ে বেঁচে আছো , তোমার মৃত্যু নাই।






এখানে আপনার মন্তব্য রেখে যান