ভাঙি অচলায়তন

এসো আমরা কিছু পাথর ভাঙি
ভাঙি অচলায়তন ।
দাঁড়াই যুগের সন্ধিক্ষণে ।
জীবনের তরকারিতে স্বাদবর্ধক নুন ছিটিয়ে
পরিবেশন তো কম হলো না!
এবার নাহয় একটু অন্যভাবে খাই ।
নিজেকে পরিবেশন না করে
এসো পরিবেশ বানাই ।
অনেক তো হলো পুষ্পবন্দনা
এবার নাহয় পুষ্পবনের আগাছা করি সাফ
মারি কিছু বিষধর
বাহুতে রজ্জুর মতো ঝুলিয়ে রাখি
গোখড়া কিংবা কেউটে ।
আমরা তো প্রাচীন চাষী
চাষ-বাস , ক্ষেতখামারির আদিম রক্ত নিয়ে
কত আর হাত পাতা অন্যের দুয়ারে?
মাটির খুব অতলে তো নয় আমাদের ভাত-কাপড়!
চলো নিষ্ঠাবতী,চলো রূপকুমারী,রাজকন্যা
শাবল হাতে ছিঁড়েখুঁড়ে শ্মশানমাটি থেকে
তুলে নিয়ে আসি ভবিষ্যৎ ।
এসো নির্ভয়ে,
এসো দৃপ্ত পদক্ষেপে
রাজিয়ার তলোয়ার কাঁপিয়ে ।
এসো লক্ষ্মীবাঈ,
আমার হাত ধরো
আমাদের হাত ধরো ।
আমরা কিছু পাথর ভাঙি,
ভাঙি অচলায়তন,
দাঁড়াই যুগের সন্ধিক্ষণে …!


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending