
সাধারণ জ্ঞান
এ বোধ তো কঠিন কিছু নয়।
কমন সেন্স আর স্বাভাবিক মাত্রার জ্ঞান মাত্র।
তুমি তো বহুমুখী প্রতিভার অধিকারী নারী।
এতোটুকু বুঝতে না পারার মতো অবোধ তুমি
হতে পারোনা এই ডিজিটাল যুগে।
দেখো তোমারই আন্তঃশক্তির প্রজ্বলন ঘটছে কারো অন্তরে,
কারো স্নেহ-বেদনায়, কারো প্রণয় আকাঙ্ক্ষায়।
মানবিক কারণের চতুর্মুখী আবর্তনে তোমার জ্বালানী
তুমি না বুঝেই ব্যবহার করছ যত্রতত্র।
তুমি প্রজনন ক্ষমতার হিরো প্রসব ব্যথার যুদ্ধে বীরদর্পে।
নারী, প্রিয় বিস্ময়কর নারীভুবন!
তবে কেন তুমি স্বীয় মানবিক ও মানসিক কাতরতা
উপেক্ষা করো? অনুঘটক হয়ে যে যন্ত্রণার উপশম তুমি হও
বিরোধী আসনে, বসনে, মনন কাননে….,
তা কেন স্বীয় কার্যে ক্ষেপণ করতে ভুলে যাও।
ওঠো জেগে মরকুটো নারী, জাগাও তোমার সলতে,
জ্বালো আগুন অন্তরে, বলো আজ বীরদর্পে,
যে ফসল ওরা ভোগ করে, সেটার কৃতিত্ব তোমার।
তুমি জোয়াল কাঁধে নিজ ফসলী জমিতে চাষ দিয়েছিলে বলেই
ঐ ফসল ফলেছিল সব চাষার ঘরে ঘরে।






এখানে আপনার মন্তব্য রেখে যান