
স্বরূপ
বিষণ্ণতা বড়ি ছাড়া ঘুম আসে না।
কতোজন উপদেশ দেয় অভিজ্ঞান ঝুলি ঝাড়ে
আমি যেন ছোট সোনা
নেমে গেছি পুকুরে প্রথম শিখতে সাঁতার!
বাধ্য-খুকু শুনে যাই
লিখে রাখি নাম আপন খাতায় ।
কেন অধীনতা ঘুমের বড়ির কাছে?
স্বাধীনতা স্বাধীনতা করে
সমাজ নদীর জল কম করিনি তো ঘোলা!
নারীত্বের অধীনতা ভেঙে ভেঙে
মানুষ বাকল জড়িয়েছি গায়।
মাড়িয়েছি আঙ্গুল ইশারা
ধমকে দেখাতো যারা পথ
তাদের পথের মুখে সরোষে পাথর দিয়ে
হেঁটে গেছি দ্রুত
যেদিকে যাবার ছিল তাড়া ।
তবে কি বয়স!
এমন তো কিছু নয়
পৌঁছেনি এখনো মজ্জা না বাড়ার কাছে।
কোথায় রয়েছে ফাঁক ভীষণ হেলায়
নজর এড়িয়ে গেছে
ঝোপের আড়ালে বিষকাটালির মতো ।
ঘুমের বড়ির সাথে দিয়ে আড়ি।
ফিরে পেতে স্বকীয় স্বরূপ
সমর ঘোষণা হোক;
স্নায়ুর সজাগ তার রেখে টানটান ঘুমবো না আমি আর
রাতের নিবিড়তায়
নীরব ধ্যানের মতো ।
উজ্জ্বল দৃষ্টির রোদে
নিজেকে চিনবো আমি
পাড়ি দেবো দ্বিধাহীন দিনের ধমনি।






এখানে আপনার মন্তব্য রেখে যান