
পাখি বৃত্তান্ত
শূন্য করোটির ভিতর তাকিয়ে দেখি
জল হাওয়ার লাবণ্য মেখে
তালুতে বসে টুকটুক ফল খেয়ে যায়
এক সহজপাখি ।
দেখি কুয়াসা মোড়া দিনরাত ,
মৃৎপাত্র ধীরে ধীরে শুষে নেয় ভিক্ষার শরীর ।
আকাশ দেখতে গিয়ে পাখি দেখি,
দেখি নীলপাণ্ডুলিপি ঠোঁটে
পালকের নীচে তার উড়ালিয়া দাগ,
তরল তৃষ্ণা, দহনের স্বাদ ।
দক্ষিণে ফেলে নিচু দেশ, জনপদ, ছোট ছোট গ্রাম
পাখি উড়ছে উড়ছে ..
মন্ত্রমুগ্ধে এতই দেখি যে নিজেকে আর দেখতে পাই না






এখানে আপনার মন্তব্য রেখে যান