পাখি বৃত্তান্ত

শূন্য করোটির ভিতর তাকিয়ে দেখি
জল হাওয়ার লাবণ্য মেখে
তালুতে বসে টুকটুক ফল খেয়ে যায়
এক সহজপাখি ।
দেখি কুয়াসা মোড়া দিনরাত ,
মৃৎপাত্র ধীরে ধীরে শুষে নেয় ভিক্ষার শরীর ।

আকাশ দেখতে গিয়ে পাখি দেখি,
দেখি নীলপাণ্ডুলিপি ঠোঁটে
পালকের নীচে তার উড়ালিয়া দাগ,
তরল তৃষ্ণা, দহনের স্বাদ ।

দক্ষিণে ফেলে নিচু দেশ, জনপদ, ছোট ছোট গ্রাম
পাখি উড়ছে উড়ছে ..
মন্ত্রমুগ্ধে এতই দেখি যে নিজেকে আর দেখতে পাই না


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

“এম মোসাইদ খান” এ একটি মন্তব্য

  1. খুবই চমৎকার। মুগ্ধতা

অজ্ঞাত এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল

Trending